দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৩ জুন ২০১৯
দলের এমন জয়ে খুশি মাশরাফি, চান ধারাবাহিকতা

ফাইল ছবি

উড়ন্ত জয় দিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে দ্বাদশ বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রোববার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

এদিকে একটি জয় দিয়েই সব কিছু বিচার করতে চান না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। তাই দলের সকলকে স্বাভাবিক থাকাটা খুবই জরুরি বলে মনে করেন ম্যাশ।

কেনিংটন ওভালে দুর্দান্ত জয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সবাই যদি সেরা খেলার চেষ্টা করে অবশ্যই সামনে আমাদের আরও ভালো করার সুযোগ আছে। আমাদের দলের সবার স্বাভাবিক থাকাটা জরুরি। আমরা আরও একটি ওয়ানডে ম্যাচ জিতেছি।’

তিনি বলেন, ‘বিশ্বকাপে এখনো আমাদের ৮টি ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ জিতে আমরা টুর্নামেন্টের কোথাও নেই। ভক্তরা উত্তেজিত-উল্লসিত হলেও আমাদের এরকমটা হওয়ার প্রয়োজন মনে করছি না। আমাদের এখনো বহুদূর যেতে হবে।’

দলের খেলোয়াড়দের পারফরমেন্সেও খুশি মাশরাফি। তবে সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার উপায় আছে বলে মনে করেন ম্যাশ। বলেন, ‘আমি দলগত পারফরম্যান্সে খুশি। আমরা আসলে এমনই দল। সবাই যখন অবদান রাখি তখন বেশিরভাগ সময় ম্যাচ জয় করতে পারি। আজ আমরা ভাগ্যবান ছিলাম। সেই সাথে আমরা ভালো ক্রিকেট খেলেছি বলেই ভালো একটি জয় পেয়েছি।’

টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করলো বাংলাদেশ। টুর্নামেন্টের অন্যদলগুলোর জন্য এটি কোন বার্তা কি-না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমরা যদি এই টুর্নামেন্টে ভালো করতে চাই, বড় দলকে আমাদের হারাতে হবেই। টুর্নামেন্টে সব দলই শক্তিশালী। আমার কাছে মনে হয়, টুর্নামেন্টে ভালো করতে চাইলে এসব ম্যাচ আমাদের জিততে হবে। একটা ম্যাচ জিতেই আমরা এখনো টেবিলের কোথাও নাই। ২ পয়েন্ট দিয়ে কিছুই হবে না এখন। তাই আমাদের চিন্তা করতে হবে, ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জয় তুলে নেওয়া।’

শুধুমাত্র ধারাবাহিকতাই নয়, ভাগ্যও সাথে থাকতে হবে বলে মনে করেন মাশরাফি, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। অবশ্যই আমরা পরিকল্পনা নিয়ে খেলতে নামি, প্রত্যকটা দলই তা’ই করে। আর পরিকল্পনা করলেই যে, ঐ পরিকল্পনা কাজে লাগে তাও নয়। তাই ভাগ্যের সহায়তা থাকতে হয়। এসব টুর্নামেন্টে সেরা ফলাফলটা করতে চান, তবে আমাদের ভাগ্যের সহায়তা পেতে হবে। আজ আমাদের ভাগ্য ভালো ছিল।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বল হাতে সেরা পারফরমেন্সই করেছেন সাকিব আল হাসান। তাই ম্যাচ শেষে সেরা পুরস্কার পেয়েছেন তিনিই। এ জন্য সাকিবের প্রশংসা ঝড়লো মাশরাফির কণ্ঠে, ‘সাকিব অবশ্যই আমাদের সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা খেলোয়াড়। সাকিব এমন একজন খেলোয়াড়, তাকে সবাই এখন অন্য চোখে দেখে। আমি বা আমরা কিভাবে দেখি সেটা গুরুত্বপূর্ণ না। আমি নিশ্চিত যে, সে নিজেকে নিয়ে গর্ববোধ করে। এটা অবশ্যই ওর কাছে ভালো লাগে। চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছে। এটা অবশ্যই তার জন্য ভালো স্মৃতি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা