বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেটে ১৪১ বলে ১৪২ রান যোগ করেন সাকিব-মুশকিক। এর মাধ্যমে ভেঙে যায় মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের রেকর্ডও।
২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ১৪৩ বলে ১৪১ রান করেছিলেন মাহমুদুল্লাহ-মুশফিকুর। ঐ ম্যাচে বাংলাদেশ ১৫ রানে জয় পেয়েছিল।
টস হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১১ দশমিক ৪ ওভারে ৭৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন তিন ও চার নম্বর ব্যাটসম্যান যথাক্রমে সাকিব ও মুশফিক। দু’জনে দলের স্কোর ২শ অতিক্রম করেন।
দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। সেঞ্চুরির পথ তৈরি করেও ব্যর্থ হয়েছেন তারা। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। ৮টি চারে ৮০ বলে ৭৮ রান করেন মুশি।
শেষ পর্যন্ত বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০৯ রানে থামে দক্ষিণ আফ্রিকা, ফলে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে জয় তুলে বিশ্বকাপ শুরু করে বাংলোদেশ।