আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্য্যাট হাতে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে রান ছিল ১০ হাজার ৯৯৫। এ ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ইনিংসের ১১তম ওভারে পাঁচ রান পূর্ণ করেন সাকিব।
এতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৮৪ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭৫ রান করে আউট হন সাকিব।
এ ম্যাচের আগে ৫৫ টেস্টে ৩৮০৭, ১৯৮ ওয়ানডেতে ৫৭১৭ ও ৭২ টি-২০ ম্যাচে ১৪৭১ রান করেন সাকিব।
এছাড়া বিশ্বকাপ শুরুর আগেই আরও একটি সুসংবাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার কাছ থেকে হারিয়ে যাওয়া বিশ্ব অলরাউন্ডারে সেরা র্যাংকিটি আবারও ফিরে পেয়েছেন তিনি।