বিশ্বকাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেরতে নেমে অন্যরকম সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হওয়া দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে নিজের ওয়ানডে ক্যারিয়ারে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন এ লেগ-স্পিনার তাহির।
রোববার (২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করলেন তাহির।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তাহির। তার বর্তমান বয়স এখন ৪০। দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন তাহির। ২০১১ ও ২০১৫ সালের পর এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্বও করছেন তাহির।
বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে দু’টি রেকর্ড গড়েন তাহির। বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো স্পিনার হিসেবে ইনিংসের শুরুতেই বোলিং করেছেন। অন্যটি হলো, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোন লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপের শুরুতেই বল করে দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন তাহির।
বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৯ ওয়ানডেতে ১৬৪ উইকেট নিয়েছেন তাহির।