বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ১৭টিতে প্রোটিয়ারা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। দুই বছর পর আজ (২ জুন, রোববার) বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দক্ষি আফ্রিকা ও বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে শনিবার (১ জুন) সংবাদ সম্মেলন করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থা, টাইগারদের ইনজুরি ও উপস্থিত সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, কোন জায়গা থেকেই আমরা (বিশ্বকাপে) ফেভারিট না, উইকেট বলেন, যাই বলেন। এমনকি কালকের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) বলেন, কোন জায়গাতেই আমরা ফেবারিট না। দক্ষিণ আফ্রিকা অবশ্যই ফেবারিট হিসেবে খেলবে। তবে এটাও সত্যি কথা যে, আমরাও ওখানে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) আমাদের সেরাটা খেলব।
তিনি আরও বলেন, আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা অবশ্যই চাইবো জিততে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। এবং আমরা অবশ্যই চাইবো যে আমরা ভালো করি। আমরা কোন জায়গা থেকেই ভাবছি না যে আমরা হেরে যাব। প্রত্যাশার কথা বলেন, ওটা আসলে মানুষে তৈরি করে, আসলে আমরা ওটা না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ নিয়ে মাশরাফি বলেন, এখন আমাদের সামনে কাজ একাদশ নির্বাচন। আমাদের একটা সমস্যা আছে যে, যে’ই ভালো খেলে তাকেই একাদশে নেও; পজিশনের ব্যাপর নাই, কোন কিছু নাই; পজিশন তো খুব গুরুত্বপূর্ণ। পজিশন যদি ঠিক না থাকে ফর্মে থাকা খেলোয়াড় এনে লাভ নাই। কে কোন পজিশনে খেলে এবং ওই পজিশনে কে কেমন সফল সেগুলো বিচার করে একাদশ করতে হবে।
তামিম-সাইফুদ্দিনের ইনজুরি নিয়ে অধিনায়ক বলেন, তামিম অলরেডি ব্যাটিং করছে (অনুশীলনে)। সাইফুদ্দিনকেও দেখা হচ্ছে। তারপর ফিজিওর কলের উপর নির্ভর করছে।
লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।