ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ এএম, ০২ জুন ২০১৯
ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

ছবি : এএফপি

বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা থেকে ফিরে বিশ্বকাপে দলকে জয় উপহার দিলেন ডেভিড ওয়ার্নার। শনিবার (১ জুন) তার ইনিংস সেরা পারফরম্যান্সে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের সঙ্গে একই দিন ফিরেছেন একই অপরাধে নিষিদ্ধ হওয়া সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। লক্ষ্য থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে সাজঘরে ফেরেন সাবেক এ অধিনায়ক। ২৭ বলে ১৮ রান করেন তিনি।

স্মিথ আউট হওয়ার পর ক্রিজে নেমেই বাউন্ডারি মেরে দলকে জেতান গ্লেন ম্যাক্সওয়েল। এ জয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া।

ব্রিস্টলে টস জিতে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের গতি ও অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ৩৮.২ ওভারে ২০৭ রানে অলআউট হয় আফগানিস্তান। ওয়ার্নারের সঙ্গে অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে ৩৪.৫ ওভারে ২০৯ রান করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে।

গত বছরের জানুয়ারিতে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন ওয়ার্নার। তার দুই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে এক বছর নিষিদ্ধ হন বাঁ-হাতি এ ব্যাটসম্যান। ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি।

ওয়ার্নারের সঙ্গে ফিঞ্চের ৯৬ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ৪০ বলে ৬ চার ও ৩ ছয়ে হাফ-সেঞ্চুরি করা ফিঞ্চ আউট হন ৬৬ রান করে। প্রতিপক্ষ অধিনায়ক গুলবাদিন নাইবের শিকার হওয়ার আগে ৪৯ বলে ৬ চার ও ৪ ছয়ে এ রান করেন তিনি।

উসমান খাজার সঙ্গে ৬০ রানের জুটি গড়ার পথে ১৮তম ফিফটি হাঁকান ওয়ার্নার। ৭৪ বলে ৬ চারে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। ১৫ রানে খাজা আউট হলে সাবেক অধিনায়ক স্মিথের সঙ্গে তার জুটি ছিল ৪৯ রানের।

দেখেশুনে ব্যাট করেছেন ওয়ার্নার। প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করলেন ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ওয়ার্নার। জয়ের দিনে ওয়ার্নার ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৯ বল মোকাবেলা করে তিনি করেন ৬৬ রান। তার এ ইনিংসে ৬টি চারের মার এবং ৪টি ছয়ের মার রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডি ভিলিয়ার্সকে হটিয়ে ছক্কার ‘রাজা’ গেইল

ডি ভিলিয়ার্সকে হটিয়ে ছক্কার ‘রাজা’ গেইল

১০ উইকেটে হারের লজ্জা পেল হাথুরুর শ্রীলঙ্কা

১০ উইকেটে হারের লজ্জা পেল হাথুরুর শ্রীলঙ্কা

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

ওয়ার্নার প্রতারক!

ওয়ার্নার প্রতারক!