‘ভারতকে হারাবে পাকিস্তান’, ‘পাকিস্তান দলকে সবাই ভয় পায়’...ইত্যাদি কথা বলে হুঙ্কার দিলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরা খেয়েছে পাকিস্তান। টস হারার পর পাকিস্তান ক্রিকেট দল ম্যাচও হেরেছে বাজে ভাবে।
শনিবার (৩১ মে) বিশ্বকাপের দ্বিতীয় দিনের একমাত্র ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা।
নটিংহ্যামের মেঘলা আবহাওয়ায় ব্যাটিংয়ে নেমে ২১.৪ ওভারে ১০৫ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে ফখর জামান ও বাবর আজম ২২ রান করে সংগ্রহ করেন। এটিই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ৯ নম্বরে নামা ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে। ১১ বল মেকাবেলা করে তিনি করেন ১৮ রান। এছাড়া ইমাম–উল–হক ১১ বলে ২, হারিস সোহেল ১১ বলে ৮, অধিনায়ক সরফরাজ আহমেদ ১২ বলে ৮ রান সংগ্রহ করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওশানে থমাস ৪টি উইকেট তুলে নেন। ৫.৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে তিনি এ ৪টি উইকেট তুলে নেন। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি এবং শেলডন কট্রেল একটি উইকেট পেয়েছেন।
মাত্র ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে হয়েছে ৩টি উইকেট। তবে ওপেনার ক্রিস গেইলের ফিফটি ও নিকোলাস পুরানের ৩৪ রানের ১৩.৪ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
গেইল-পুরান ছাড়াও শাই হোপ ১৭ বলে ১১ এবং শিমরোন হেটমায়ার ৮ বলে ৭ রান করেন। ২১৮ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেওয়া ওশানে থমাস ম্যাচসেরা হয়েছেন।