পাকিস্তানের বিপক্ষে পস জিতে প্রথমে বোলিং বেছে নেয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণ করলো ওয়েস্ট ইন্ডেজের বোলাররা। বিশ্বকাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৫ রানে অলআউড করে দিয়েছে জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলরা।
শুক্রবার (৩১ মে) দ্বিতীয় দিনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ফলে ব্যাট হাতে মাঠে নামে পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের একজন ব্যাটসম্যানও ভালো করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে করেছেন দুই ব্যাটসম্যান। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া আসার মাঝে।
দলের পক্ষে ফখর জামান ও বাবর আজম ২২ রান সংগ্রহ করেন। এটিই দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ব্যাট হাতে ৯ নম্বারে নামা ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে। ১১ বল মেকাবেলা করে তিনি করেছেন ১৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওশানে থমাস ৪টি উইকেট তুলে নিয়েছেন। ৫.৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে তিনি এ ৪টি উইকেট তুলে নেন। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি এবং শেলডন কট্রেল একটি উইকেট পেয়েছেন।