বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের স্বাদ গ্রহণ করেছে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভালোই ব্যাটিং প্রস্তুতি সারলো কোহলিরা। কার্ডিফে মাশরাফির কাছে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৯ রান সংগ্রহ করেছে ভারত।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে কেএল রাহুল ও এমএস ধোনির জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।
প্রথমে বোলিং করার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারেই ১ রানে থাকা শিখর ধাওয়ানকে বোল্ড করেন মোস্তাফিজ। তারপরও বেশ ভালোভাবেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা।
১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৪ রান। কিছুক্ষণ পর দলীয় ৫০ ও ব্যক্তিগত ১৯ রানে রোহিত শর্মা শিকার হন পেসার রুবেল হোসেনের। তিন নম্বরে নামা ভারতীয় অধিনায়ক ৪৬ রানে শিকার হন সাইফ উদ্দিনের। তবে এরপরেই বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে-খেলা করেন রাহুল ও ধোনি।
শেষ পর্যন্ত ৯৯ বলে ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে ১০৮ রান করে অকেশনাল বোলার সাব্বির রহমানের শিকার হন রাহুল। ইনিংস শেষ হওয়ার চার বল বাকি থাকতে সাকিবের শিকার হওয়া ধোনি করেন ১১৩ রান।
৭৮ বল মোকাবেলায় ৮টি বাউন্ডিারি ও ৭টি ওভার বাউন্ডিারি হাকিয়ে সাকিবের সরাসরি বোল্ড আউটের শিকার হন ‘মি. কুল’ খ্যাত ভারতীয় দলের সাবেক অধিনায়ক।
নিজেদের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক কোহলি সর্বোচ্চ তৃতীয় ৪৭ রান সংগ্রহ করেন। বাকি তেমন ভালো রান না করলেও নিজেদের শেষ প্রস্তুতিটা যে ব্যাট হাতে বেশ ভালোই নিয়েছে ভারত তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজ, সাইফ উদ্দিন ও সাব্বির রহমান একটি করে উইকেট নিয়েছেন।