সাকিবকে নিয়েই ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৮ মে ২০১৯
সাকিবকে নিয়েই ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ

ফাইল ফটো

দ্বাদশ বিশ্বকাপের আগে কার্ডিফে নিজেদের দ্বিতীয় ও শেষ অনুশীলন ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচে না খেললেও (পরিত্যক্ত হয়েছে) এ ম্যাচে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে মূলত এটাই বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

গত দুই দিন কার্ডিফের পিচটি ঢেকে রাখায় প্রথমে বোলিং করলে কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে বিবেচনায় ভারতকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছেন মাশরাফি।
প্রস্তুতি ম্যাচ হলেও কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

মাশরাফির সঙ্গে একমত পোষণ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘টস জিতলেও তিনিও আগে বোলিং করার সিদ্ধান্ত নিতেন।’ কেননা প্রথম ম্যাচে একই কন্ডিশনে তাদেরকে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। কিউইদের কাছে ছয় উইকেটে হারার পর বিশ্বকাপ মিশন শুরুর আগে একটি জয় খুব বেশি প্রয়োজন ভারতের।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন।

ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধারওয়ান, বিজয় শংকর, কে এল রাহুল, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, দিনেশ কার্তিক।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস