পাশাপাশি এক সাথে ১০ দেশের অধিনায়ক। দেখার মতো একটি দৃশ্য। ক্রিকেটর সবচেয়ে বড় আসর আইসসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া দশ দলের অধিনায়কদের নিয়ে বিশেষ এক অনুষ্ঠানে জানা গেল তাদের নানা অনুভূতি।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপ খেলতে অধীর আগ্রহে আছেন বলে জানান। বলেন, বিশ্বকাপ খেলতে অধীর আগ্রহে আছি। বিশ্বকাপ একেবারেই নিকটে। আমরা মানসিক দিকটাই বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা মানসিকভাবে প্রস্তুতও।
ইংল্যান্ডের অধিনায়ক অধীর আগ্রহে বলেন, নিজের দেশে বিশ্বকাপ। আরসেই বিশ্বকাপে নিজ দেশের নেতৃত্ব দেওয়াটা অনেক স্পেশাল।
শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, আমাদের একজন এমন ওপেনার ব্যাটসম্যানের দরকার যিনি লম্বা সময় ধরে উইকেটে থাকতে পারবেন।
প্রত্যেকের বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পান। প্রশ্নের মধ্যে েচলে আসে ভারত-পাকিস্তান প্রসঙ্গ। এক প্রশ্নকর্তা জানতে চান, ভারত-পাকিস্তানকে কেন দ্বিপাক্ষিক লড়াইয়ে দেখা যায় না? নিজেদের মাঠে কি এ কাঙ্ক্ষিত লড়াই আয়োজন সম্ভব নয়?
তবে প্রশ্নে ইত্তরে পাকিস্তান অধিনায়ক চুপ করে থাকলেও এর জবাব দেন বিরাট কোহলি। জানান, এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার ক্ষমতা নেই, বিষয়টি পুরোপুরি বোর্ডের।