টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২২ মে ২০১৯
টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা

ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপে দলকে নিয়ে অতিমাত্রায় উচ্চাশা না করতে সমর্থকদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত দলকে নিয়ে অতিমাত্রায় আবেগপ্রবণ হয়ে ওঠা সমর্থকদের উদ্দেশ্যেই এ কথা বলেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভেঙ্গে পড়েছে টাইগার সমর্থকরা। বহু জাতীয় কোন টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের প্রথম শিরোপা।

তবে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে শুরুতেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে। দেশে ছুটি কাটিয়ে মঙ্গলবার আবারও ইংল্যান্ডের পথে যাত্রা শুরু করার আগে মাশরাফি সাংবাদিকদের কথা বলেন।

মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য বেশ কঠিন হবে। কারণ, শুরুতে প্রথম তিন ম্যাচেই আমাদের লড়তে হবে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। তাদের বিপক্ষে ইতিবাচক ফলাফল আদায় করা সহজ হবে না।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রথম পর্বে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে দুইবার পরাজিত করেছে বাংলাদেশ। ফাইনালেও ক্যারিবীয়দের পরাজিত করে টাইগাররা। মাশরাফি বলেন, ‘এই জয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছে।’

তিনি বলেন, ‘সর্বশেষ পাঁচ থেকে সাত বছর ধরে মানুষ জয়ের আশা নিয়ে বাংলাদেশ দলের খেলা দেখতে শুরু করেছে। তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, বিশ্বকাপ ভিন্ন বলের একটি আসর। আপনারা যদি এখন ইংল্যান্ডের মাটিতে চলমান খেলাগুলো অনুসরণ করেন, তাহলে দেখবেন সেখানে প্রচুর রান হচ্ছে। এখানে ভিন্ন ধর্মী এ্যাপ্রোচ দরকার।’

২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা দলটির এবারের লক্ষ্য থাকবে আগের আসরের পারফর্মেন্সকে টপকে যাওয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছুটি কাটিয়ে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়লেন মাশরাফি

ছুটি কাটিয়ে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়লেন মাশরাফি

আবারও শীর্ষে ফিরলেন সাকিব

আবারও শীর্ষে ফিরলেন সাকিব

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন শাস্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন শাস্ত্রী

বাংলাদেশকে ফেবারিট মানছেন রমিজ রাজা

বাংলাদেশকে ফেবারিট মানছেন রমিজ রাজা