স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপ প্রস্তুতি ভালোই নিলো শ্রীলঙ্কা। স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
টস জিতে শুরুতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলো স্কটল্যান্ড। ৮ উইকেটে তারা সংগ্রহ করে ৩২২ রান। এত বড় সংগ্রহ তারা পায় মূলত দুই ওপেনার অভিশকা ফার্নান্ডো ও অধিনায়ক দিমুথ করুনারত্নের দারুণ ব্যাটিংয়ে।
ফার্নান্ডো ৭৪ রানে বিদায় নিলেও স্কোর বোর্ড ছিলো সচল। বিপরীতে লঙ্কান অধিনায়ক ৮ বছর পর দেখা পান ফিফটির। তাও আবার একই প্রতিপক্ষের বিপক্ষে।
অবশ্য একই দিনে তিন তিনবার জীবন পেয়েছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। শেষ পর্যন্ত তিনি বিদায় নেন ৭৭ রান করে। এই দুজনের বিদায় যখন নিশ্চিত হয় ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর নিরাপদ অবস্থানে-২ উইকেটে ২০৪ রান। বাকি সংগ্রহটা মূলত ফুলে ফেঁপে উঠে কুসল মেন্ডিসের ৬৬ ও লাহিরু থিরিমানের অপরাজিত ৪৪ রানে। তাতে ৮ উইকেটে ৩২২ রান তুলে শ্রীলঙ্কা।
স্কটিশরাও জবাব দেওয়ার চেষ্টা করেছে সমানতালে। ১০ ওভারে বিনা উইকেটে করে ফেলেছিলো ৫১ রান। এক সময় ৩ উইকেটে ১৩২ রান তুলে ফেললে দৃশ্যপট পাল্টে যায় ২৭ ওভার পর বৃষ্টি নামলে।
তাতে ৩৪ ওভারে ডি/এল মেথডে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩৫ রান। এরপরে হোঁচট খেতে থাকে তারা। ৩৩.২ ওভারে ১৯৯ রানে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ৪ উইকেট নেন সর্বোচ্চ।