বিশ্বকাপে ‘জিনিয়াস’ ধোনি হবে তুরুপের তাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ২২ মে ২০১৯
বিশ্বকাপে ‘জিনিয়াস’ ধোনি হবে তুরুপের তাস

ফাইল ফটো

বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ড বিশ্বকাপে দলের জন্য তুরুপের তাস হবেন মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। তার মতে, দলের ক্রিকেট ‘মস্তিস্ক’ ধোনি তার বিশাল অভিজ্ঞতার কারণেই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হবেন।

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত। এছাড়া ২০১০ ও ২০১৬ এশিয়া কাপ ও ২০১৩ চ্যাম্পিয়নশীপের শিরোপাও ভারত জয় করেছে ধোনির নেতৃত্বেই। স্টাম্পের পিছনে ধোনির দ্রুততা এখনো কার্যকর। তবে তার বিশ্ব সেরা ফিনিশারের ভাবমূর্তি সম্প্রতি কিছুটা ম্লান হয়েছে।

আব্বাস বলেন, বিশ্বকাপের মত বড় ইভেন্টে ধোনির অভিজ্ঞতা অনেক বড় হিসেবে বিবেচনা করতে হবে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি বলেন, ‘ভারতীয় দলে আছে মহেন্দ্র সিং ধোনির মত একজন ‘জিনিয়াস’ খেলোয়াড়। তিনি দলের ক্রিকেট মস্তিস্ক। তিনি খেলাটি ভাল বুঝতে পারেন এবং দুইটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তার। অধিনায়ক ও কোচের জন্য তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি হতে পারেন দলের তুরুপের তাস।’

এশিয়ার ব্র্যাডম্যান খ্যাত আব্বাস মনে করছেন, ‘যেহেতু বিরাট কোহলির নেতৃত্বে এটা প্রথম বিশ্বকাপ এবং তিনি দল নেতা হিসেবে প্রমাণ করতে চাইবেন।সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ আমরা দেখেছি। যেখানে তিনশর বেশি রান হয়েছে এবং সেটা পরাজিত হয়েছে। যেহেতু সেখানকার উইকেটে ঘাস নেই তাই বিশ্বকাপে ৪৫০ রান হওয়াও সম্ভব এবং এ ধরনের কন্ডিশন থেকে বোলাররা কোন প্রকার সহায়তা পাবে না। এমন অবস্থায় অন্যতম সেরা ব্যাটিং লাইন আপের দল হওয়ায় ভারত লাভবান হবে।’

ভারতের চার নম্বর পজিশনে কার ব্যাটিং করা উচিত-এ বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে আব্বাসের মতে এতে টপ অর্ডারে খুব বেশি পরিবর্তন হবে না।
১৯৬৯-১৯৮৫ সময়ে পাকিস্তানের হয়ে ৭৮ টেস্ট ও ৬২ ওয়ানডে খেলা অভিজ্ঞ আব্বাস বলেন, ‘এটা অধিনায়কের সিদ্ধান্ত। তবে আমি মনে করি ব্যাটিং অর্ডারের শীর্ষ চার-এ খুব বেশি পরিবর্তন আনা উচিত নয়। আপনি লোয়ার মিডল অর্ডারে পরিবর্তন আনতে পারেন, টপ অর্ডারে নয়।’

আব্বাসের মতে ভারত ছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠার যোগ্যতা রাখে। বলেন, ‘ফর্মেট ও ইংল্যান্ডের আবহাওয়ার কারণে এবারের বিশ্বকাপে ফিটনেস গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি সবচেয়ে ফিটেস্ট দলগুলোই শেষ চার-এ যাবে।’

শেষ মুহূর্তে পাকিস্তান দলে কয়েকটি পরিবর্তন আনার বিষয়ে জানতে চাইলে আব্বাস বলেন, এটাই ‘সম্ভাব্য সেরা কম্বিরেশন’। এ বর্ষীয়ান বলেন, ‘তাদের (পাকিস্তান) এখন ইংল্যান্ডের কাছে সিরিজ হারা ভুলে ভুলে গিয়ে বিশ্বকাপে নজর দেয়া উচিত। তাদেরকে অবশ্যই ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতে হবে।’

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত পাকিস্তান কোন ম্যাচ জিততে পারেনি। এবার কী সে খড়া কাটবে? জানতে চাইলে তিনি বলেন, ‘রেকর্ড ভারতের পক্ষে। নিজেদের দিনে পাকিস্তান যে কোন দলকে হারাতে পারে। এটা নির্ভর করবে ভালোভাবে চাপ সামলানোর ওপড়। কোন দল জিতবে সেটা কোন বিষয় নয়, এটা হবে টুর্নামেন্টের সেরা ম্যাচ।’

বিশ্বকাপে ম্যানচেস্টারে ১৬ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মতে ভারত-পাকিস্তান ম্যাচ এ্যাশেজের চেয়ে অনেক বড় এবং সকল ক্রিকেট ভক্ত পছন্দ করে। আমি সব সময় এ ম্যাচ দেখতে চাই।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

অবসর ভাবনায় যুবরাজ, হতে চান ফ্রিল্যান্সার

অবসর ভাবনায় যুবরাজ, হতে চান ফ্রিল্যান্সার

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ

স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ