বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ এএম, ২২ মে ২০১৯
বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন

১৯৯২ বিশ্বকাপ জয়ের পর উল্লাসে মাতে পাকিস্তান, ছবি : গেটি ইমেজ

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ ২০১৯। আইসিসির এ দ্বাদশ বিশ্বকাপের বাংলাদেশ-পাকিস্তানসহ মোট ১০ দেশ অংশ নিচ্ছে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত আসরের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন অসি দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবারের আসরের ডার্ক হর্স পাকিস্তান। ইংল্যান্ডের শুরু আসরের আগে চলুন যেনে নেয়া যাক বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ইতিহাস।

বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরমেন্স
বিশ্বকাপে ১৯৭৫, ২০০৩ এবং ২০০৭ তিন আসরে গ্রুপ পর্বে থেকে ছিটকে পড়ে পাকিস্তান। তবে ১৯৯৬ এবং ২০১৫ দুইবার বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এছাড়া রানার্স-আপ হয় ১৯৯৯ সালের আসরে।

চারবার (১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭ এবং ২০১১) আসরে পাকিস্তান সেমিফাইনাল খেলেছে। তবে বিশ্বকাপে পাকিস্তানের সেরা মুহূর্ত আসে ১৯৯২ আসরে। ইমরান খানের নেতৃত্বে এ আসরে শিরোপা জয় করে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ ও সর্বনিম্ন রান
বিশ্বকাপে এক ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯। ২০০৭ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে পাকিস্তান। এছাড়া দেশটির দলীয় সর্বনিম্ন ৭৪ রানের রেকর্ডটি গড়ে ১৯৯২ বিশ্বকাপে এডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে।

ইমরান নাজির, শহীদ আফ্রিদির ব্যক্তিগত রেকর্ড
পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ ১৬০ রানের ইনিংস খেলেছেন ইমরান নাজির। ২০০৭ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এ রেকর্ড গড়েন।

বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিং ফিগারের মালিক শহীদ আফ্রিদি। ২০১১ বিশ্বকাপে হাম্বানটোটায় কেনিয়ার বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট শিকার করে এ রেকড গড়েন তিনি। অবশ্য দ্বিতীয় সেরা ৫/২৩ বোলিং ফিগারের মালিকও তিনি।

পারফরমেন্স বিবেচনায় সফল ক্রিকেটার
বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। এক সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে মোট ১০৮৩ রান নিয়ে তালিকায় শীর্ষে আছেন তিনি। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তার অবস্থান ১১তম।

বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট শিকারি বোলার পেসার ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৭১) এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরনের (৬৮) পর টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকইরর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

পাকিস্তানি খেলোয়াড়দের উল্লেখযোগ্য কিছু রেকর্ড
তিনটি করে সেঞ্চুরি করে বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে শীর্ষে আছেন রমিজ রাজা এবং সাঈদ আনোয়ার।সবচেয়ে বেশি ৯টি হাফ সেঞ্চুরি জাভেদ মিঁয়াদাদের। সেরা ৫৩ দশমিক ৮৪ ব্যাটিং গড়ের মারিক রামিজ রাজা এবং এক ইনিংসে সর্বাধিক ৪ উইকেটের মালিক শহীদ আফ্রিদি।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-আসিফ

পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-আসিফ

হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি

বয়স চুরি করে খেলেছেন আফ্রিদি, বাতিল হতে পারে রেকর্ড!

বয়স চুরি করে খেলেছেন আফ্রিদি, বাতিল হতে পারে রেকর্ড!