পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-আসিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২০ মে ২০১৯
পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-আসিফ

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য পাকিস্তান ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সবাইকে অবাক করে দিয়ে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আমির। যিনি বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাননি ।

এই দলে আগে ঘোষিত প্রাথমিক দলের তিনজন বাদ পড়েছেন। দলে ডাকা হয়েছে অন্য তিনজনকে।

ইংল্যান্ড সফরে দারুণ ব্যাটিং করা আসিফ আলী ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে। চূড়ান্ত দলে জায়গা দেওয়া হয়েছে দেশটির দ্রুতগতির বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজকে।

পাকিস্তানের আগের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ খান। এর আগে ২০১৫ বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েন তিনি। সেবার ফিটনেস নিয়ে সংশয় ছিল জুনায়েদের।

এছাড়া তিন ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ওপেনার আবিদ আলী বাদ পড়েছেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেন। দেশটির অলরাউন্ডার ফাহিম আশরাফও বাদ পড়েছেন বিশ্বকাপের দল থেকে।

পাকিস্তানের বিশ্বকাপ দল
ফখর জামান, ইমাম উল হক, আসিফ আলী, বাবার আযম, হ্যারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি

আফ্রিদি কন্যাদের আউটডোর স্পোর্টস নিষিদ্ধ

আফ্রিদি কন্যাদের আউটডোর স্পোর্টস নিষিদ্ধ

বিশ্বকাপের স্কোয়াডে থাকা শাদাব খান ভাইরাসে আক্রান্ত

বিশ্বকাপের স্কোয়াডে থাকা শাদাব খান ভাইরাসে আক্রান্ত