ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এবার চতুর্থ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে চায় ইংলিশরা।
রোববার (১৯ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে ইংল্যান্ড। টস জিয়ে প্রথমে ব্যাটিং বেছে নেওয়ায় পাকিস্তানকে পাঠানো হয়েছে ফিল্ডিংয়ে।
এ ম্যাচে জয় তুলে নিলেই পাঁচ ম্যাচ সিরিজের পাকিস্তানকে ৪-০ তে হোয়াইটওয়াশ করবে ইংল্যান্ড। অন্যদিকে হোয়াইটওয়াশ থেকে বাঁঁচতে আজকের জয় ছাড়া বিকল্প কোন পথ নেই পাকিস্তানের কাছে।
এদিকে আজকের ম্যাচে ইংল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার জেসন রয়ের পরিবর্তে একাদশে রাখা হয়েছে জনি বেয়ারস্টোকে। পাকিস্তান দলেও দুটি পরিবর্তন রয়েছে। ইমাম উল হকের জায়গায় এসেছেন আবিদ আলি এবং জুনায়েদ খানের বদলে একাদশে ঢুকেছেন শাহীন শাহ আফ্রিদি।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ান মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, টম কুরান, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ।
পাকিস্তান একাদশ
আবিদ আলি, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।