পোলার্ড-ব্রাভোসহ ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চে ১০ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ মে ২০১৯
পোলার্ড-ব্রাভোসহ ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চে ১০ জন

ফাইল ছবি

বিশ্বকাপ উপলক্ষে অন্য ৯ দেশের মতো ওয়েস্ট ইন্ডিজও ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তবে তাদের ঘোষিত দল নিয়ে আলোচনা-সমালোচনা যেন শেষ হচ্ছে না। স্কোয়াডে ক্রিস গেইল-আন্দ্রে রাসেলকে রাখা হলেও কাইরন পোলার্ডকে নিয়ে চলে সমোলাচনা। এবার সেই পোলার্ড-ডোয়াইন ব্রাভোকে রাখা হলো বিশ্বকাপ উপলক্ষে দেশটির রিজার্ভ বেঞ্চে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয়রা সাউদাম্পটনে তাদের অনুশীলন করবে। বিশ্বকাপ উপলক্ষে দেশিটির এ অনুশীলন ক্যাম্প চলবে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত।

সেই অনুশীলন ক্যাম্পে স্কোয়াডে থাকা ১৫ সদস্যের বাইরেও আরও ১০ ক্রিকটোরকে রাখা হয়েছে। সেখানেই জায়গা পেয়েছেন কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। তাদেরকে রিজার্ভ বেঞ্চে রাখার ব্যাখ্যাও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রবার্ট হেইন্স জানিয়েছেন, ‘রিজার্ভ লিস্টের উদ্দেশ্য হলো আমাদের মূল ভিতগুলো পূরণ করা। যদি কোনও বদল প্রয়োজন হয় সেখানে থেকে নেয়া হবে। খেলোয়াড়দের ভাণ্ডারে ভারসাম্য রাখতেই এ ব্যবস্থা।’

এদিকে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে ওয়েস্ট ইন্ডেজের বিশ্বকাপ দলে ক্রিস গেইল-আন্দ্রে রাসেরের পর ডাক পাচ্ছেন কাইরন পোলার্ড। সেই গুঞ্জনেরই প্রথম ধাপ পূরণ হলো বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো আগামী ২৩ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ পাবে।

ওয়েস্ট ইন্ডিজের দশজনের রিজার্ভ বেঞ্চ
কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, সুনিল আম্ব্রিস, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে ও রেইমন রেইফার।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ডাক পাচ্ছেন পোলার্ড

বিশ্বকাপে ডাক পাচ্ছেন পোলার্ড

পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

বিশ্বকাপের আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ