বিশ্বকাপে ডাক পাচ্ছেন পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৮ মে ২০১৯
বিশ্বকাপে ডাক পাচ্ছেন পোলার্ড

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। ঘোষিত স্কোয়াডের বাইরে থাকলেও আইপিএলের দুর্দান্ত খেলায় গেইল-রাসেলের পর পোলার্ডের কপাল খুলতে যাচ্ছে।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের মেগা ইভেন্টে ঘোষিত প্রাথমিক ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত ছিলেন না কাইরন পোলার্ড। তবে অভিজ্ঞতা ও সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএ) ভারো একটি মৌসুম কাটানোর সুবাদে তাকে দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন নির্বাচকরা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো আগামী ২৩ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছে। যে কারণে অনেক দলেই পরিবর্তন আসতে যাচ্ছে। গার্ডিয়ান মিডিয়া স্পোর্টসে প্রকাশিত এক সংবাদে পোলোর্ডের বিষয়ে জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়, ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তার (পোলার্ড) অভিজ্ঞতা এবং দলের শক্তি বাড়াতে নির্বাচক প্যানেল পোলার্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সপ্তাহান্তে তা প্রকাশ করা হবে।

গত ২৪ এপ্রিল (বুধবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে দলে ফেরালেও পোলার্ডকে রাখা হয় স্কোয়াডের বাইরে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০১ ওয়ানডে ম্যাচে ২৫ দশমিক ৭১ গড়ে মোট ২২৮৯ রান করেছেন পোলার্ড। ডানহাতি এ ব্যাটসম্যান ৯২ দশমিক ৮৯ স্ট্রাইক রেটে তিনটি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরির মালিক। বল হাতে ৫ দশমিক ৭৪ ইকোনোমি রেটে পোলার্ডের রয়েছে ৫০ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।



শেয়ার করুন :


আরও পড়ুন

পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

পোলার্ড-নারাইন বাদ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আন্দ্রে রাসেল

বিশ্বকাপের আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের আগে কোচ পাইবাসকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন গেইল

আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী

আইপিএলের ফাইনালে ক্ষুব্ধ পোলার্ডের পাগলামী