শুধু জয়ের নায়ক নয়, রেকর্ডও গড়লেন মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ১৮ মে ২০১৯
শুধু জয়ের নায়ক নয়, রেকর্ডও গড়লেন মোসাদ্দেক

ছবি মোসাদ্দক হোসেন সৈকতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ জয়ে নায়ক হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জয়ের পথে সৌম্য সরকারে ঝড়ো ব্যাটিংয়ে ভীত গড়ে দেওয়া ম্যাচে মোসাদ্দেকের অসাধারণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্রিকেট বাংলাদেশ।

এদিকে ফাইনালে ঝড়ো ব্যাটিংয়ে মোসাদ্দেক হোসেন সৈকত শুধু জয়ই তুলে নেননি। নিজেও গড়েছেন ব্যক্তিগত রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডান-হাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।

শুক্রবার (১৭ মে) রাতে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যার মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডের মালিক হন মোসাদ্দেক।

এতে ভেঙে গেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুন> যে কারণে বিশ্বকাপে মোসাদ্দেক হোসেন সৈকত

২০০৫ সালে নটিংহামের ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। আর ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলেই হাফ-সেঞ্চুরি করেছিলেন রাজ্জাক। অ্যাশ-রাজ্জাকের রেকর্ডটি এবার ভেঙে দিলেন মোসাদ্দেক।

রেকর্ড গড়া ইনিংসে ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন মোসাদ্দেক। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আরও পড়ুন> আইসিসি’র পাঁচ চমকে মোসাদ্দেক

মোসাদ্দেকের পাশাপাশি দলের জয়ে অবদান রাখেন ওপেনার সৌম্য সরকারও। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৬৬ রান করেন সৌম্য।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

দেশে ফিরছেন মাশরাফিসহ ৫ ক্রিকেটার

দেশে ফিরছেন মাশরাফিসহ ৫ ক্রিকেটার

বিশ্বকাপ আরও বেশি চ্যালেঞ্জিং হবে : মাশরাফি

বিশ্বকাপ আরও বেশি চ্যালেঞ্জিং হবে : মাশরাফি