বৃষ্টির বাধায় ২৪ ওভারে ফাইনাল ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৭ মে ২০১৯
বৃষ্টির বাধায় ২৪ ওভারে ফাইনাল ম্যাচ

ছবি : এএফপি

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়েছে। বৃষ্টির পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় দল ২৪ ওভার করে ব্যাটিং করবে।

টস হেরে ওয়েস্ট ইন্ডিজ ২০.১ ওভার ব্যাটিং করায় তারা এখন আরও ৩.৫ ওভার ব্যাট করবে। এর আগে ২০.১ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১৩১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অথিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বল হাতে সফল হতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি নামার আগে পর্যন্ত বিনা উউকেটে ১৩১ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও বাংলাদেশের একাদশে আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও রেমন্ড রেইফার।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলছেন না সাকিব, একাদশে চার পরিবর্তন

খেলছেন না সাকিব, একাদশে চার পরিবর্তন

ফাইনালে বাংলাদেশের টস জয়

ফাইনালে বাংলাদেশের টস জয়

মাশরাফিদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর ফোন

মাশরাফিদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর ফোন

লাইভ

লাইভ