প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৭ মে ২০১৯
প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং

প্রকাশিত হয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের থিম সং। এবারের আসরের থিম সংয়ের নাম দেওয়া হয়েছে ‘স্ট্যান্ড বাই’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘অপেক্ষা করা’।

৩০ মে পর্দা উঠা ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়েছে ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। মজার ব্যাপার হলো থিম সংটি যিনি গেয়েছে তিনি কোন তারকা শিল্পী নন। লরিন নামে একজন উঠতি তারকাকে দেওয়া হয়েছে ক্রিকেট বিশ্বের সব চেয়ে বড় আসরের থিম সংটি গাওয়ার।

অপদিকে রুডিমেন্টাল এই সময়ের যুক্তরাজ্যের সবচেয়ে সফল ড্রাম এবং বেস ঘরানার ব্যান্ড। ২০১১ সালে গঠিত হওয়ার পর থেকে সারা বিশ্বে রুডিমেন্টালের অ্যালবাম বিক্রি হয়েছে ২ মিলিয়ন। তারা উঠতি তারকাদের আবিষ্কার করে এবং প্লাটফর্ম দেয়।

বিশ্বকাপের থিম সংটি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লরিনের ইউটিউবে চ্যানেলে প্রকাশ করা হয়। ৩ মিনিট ২০ সেকেন্ডের থিম সংয়ের তুলে ধরা হয়েছে ঐক্যবদ্ধতা, ঐতিহ্য।

থিম সংটি বিশ্বকাপে অংশ গ্রহণ করা দশটি দেশের পতাকা দেখানো হয়েছে।

তবে থিম সিং প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা ঝড়। কারণ আগের থিম সংগুলোতে বিশ্বকাপের যে আমেজ তুলে ধরা হয়েছিল, এবারের থিম সংয়ে তা লক্ষ্য করা যায় নি।

নাহিদ হোসেন নামে এক জন লিখেন, আমি সত্যিই হতাশ। আমি থিম সংয়ের জন্য আগ্রহ করে ছিলাম। কিন্তু এটি তেমন ভালো হয়নি। তাই দশ থেকে এই থিম সং এক নম্বর পাবে।

এমন আরও অনেকেই নীতিবাচাক মতামত করতে দেখা গেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নিউজিল্যান্ড

একত্রিশে মুশফিক

একত্রিশে মুশফিক

বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি

পাকিস্তানকেও ফেবারিট মানছেন গাঙ্গুলি