বিশ্বকাপে লাথামের প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ মে ২০১৯
বিশ্বকাপে লাথামের প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয়

ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড উইকেটরক্ষক ও ব্যাটসম্যান টম লাথামের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।ব্রিজবেনে অস্ট্রেলিযার বিপক্ষে তৃতীয় অনুশীলন ম্যাচে হাতের একটি আঙুলে চিড় ধরায় ১ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে তার খেলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।

উইকেট কিপিংয়ের সময় এ ইনজুরিতে পড়ে পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হতে মাঠ ত্যাগ করতে বাধ্য হন লাথাম।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইনজুরি তেকে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী রোববার দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে বিশ্বকাপের আগে দুটি অনুশীলন ও কার্ডিফে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

লাথাম সুস্থ না হলে তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন ওয়ানডে অভিষেক ঘটতে যাওয়া টম ব্লান্ডেল। তেমনটা হলে ১৯৮৭ সালের পর একটি বিশ্বকাপ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটানো নিউজিল্যান্ডর প্রথম খেলোয়াড় হবেন ব্লান্ডেল। মাত্রই হাতের আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা টিম সেইফার্টকে বাদ দিয়ে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে নেয়া হয় ব্লান্ডেলকে।

নিউজিল্যান্ড দল নির্বাচক গ্যাভিন লারসেন জানান, সেইফার্ট এবং টেস্ট উইকেটরক্ষক বিজে ওয়াটলিং উভয়কেই স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তবে তারা রোববার দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন না।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের দশ অধিনায়কের তথ্য

বিশ্বকাপের দশ অধিনায়কের তথ্য

দুর্বৃত্তদের আগুনে পুড়লো তহুরাদের সনদপত্র-মেডেল

দুর্বৃত্তদের আগুনে পুড়লো তহুরাদের সনদপত্র-মেডেল

দ্বাদশ বিশ্বকাপে তরুণ ও বয়স্ক খেলোয়াড়

দ্বাদশ বিশ্বকাপে তরুণ ও বয়স্ক খেলোয়াড়

২০১৯ বিশ্বকাপে নেই ২০১৫ আসরের পাঁচ অধিনায়ক

২০১৯ বিশ্বকাপে নেই ২০১৫ আসরের পাঁচ অধিনায়ক