ফাইনালে বৃষ্টির হানা, বন্ধ রয়েছে খেলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৭ মে ২০১৯
ফাইনালে বৃষ্টির হানা, বন্ধ রয়েছে খেলা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ফলে ২০ ওভার ১ বল শেষে খেলা আপাতত বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবারই (১৬ মে) দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। তবে আজ (শুক্রবার) স্থায়ী সময় সকাল থেকে আকাশে মেঘ থাকলে বৃষ্টি নামেনি। ফলে যথা সময়ে মাঠে গড়ায় ত্রিদেশীয় ফাইনাল ম্যাচ।

টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে ব্যাট হাতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ভালোই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২০.১ ওভার মোকাবেলা করে বিনা উইকেটে তুলে নিয়েছে ১৩১ রান।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস ব্যাট হাতে ভালো শাসন করছে বাংলাদেশি বোলারদের। দু’জনেই তুলে নিয়েছেন অর্ধশত রান।

বৃষ্টি নামার আগ পর্যন্ত ব্যাট হাতে শাই হোপ ৫৬ বল মোকাবেলা করে ৬৮ রানের অপরাজিত আছেন। অন্যদিকে আরেক ওপেনার সুনীল অ্যামব্রিস ৬৫ বল মোকাবেলা করে ৫৯ রান করেছেন।

এদিকে ইনজুরির কারণে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও ফাইনাল ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলছেন না সাকিব, একাদশে চার পরিবর্তন

খেলছেন না সাকিব, একাদশে চার পরিবর্তন

লাইভ

লাইভ

মাশরাফির মন্ত্রেই রাহীর সাফল্য

মাশরাফির মন্ত্রেই রাহীর সাফল্য

ফাইনালে বাংলাদেশের টস জয়

ফাইনালে বাংলাদেশের টস জয়