বাংলাদেশের বিশ্বকাপ দলে বড় চমক আবু জায়েদ রাহী। কোন ওয়ানডে না খেলেই বিশ্বকাপ দলে ডাক পেয়ে রীতিমতো আলোচনায় চলে আসনে ২৫ বছর বয়সী এ পেসার। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলেও, সবাইকে হতাশ করেন তিনি।
ক্যারিবিয়দে বিপক্ষে কোন উইকেট তো পায়ই নি উল্টো হয়েছে সবচেয়ে খরুচে বোলার। তবে ঘুরে দাঁড়িয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেরে ব্যাক্তিগত দ্বিতীয় ওয়নডেতে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। কিন্তু কি এমন মন্ত্রে হঠাৎ এমন সাফল্যের ধরা পেলেন?
নবীন এ পেসার জানালেন, অভিষেক ম্যাচে অনেক চাপ থাকলেও পরের ম্যাচে নির্ভার করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাইরের সমালোচনা থেকেও নিজেকে আড়াল করার পথ বাতলে দিয়েছেন অধিনায়ক।
“অভিষেক ম্যাচে কিছু চাপ তো ছিলই। আজকে কোনো চাপ ছিল না। মাশরাফি ভাই বারবার বলেছিলেন, ‘তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছা কর।’ আমি সেভাবেই করার চেষ্টা করেছি।”
“বাইরে অনেক কথা হয়েছে। মাশরাফি ভাই একটা কথা বলেছেন যে ‘সোশাল মিডিয়া যদি সহ্য করতে পারো, তাহলে দেখো। সহ্য না করতে পারলে বন্ধ করো।”
৫ উইকেট অবশ্য আবু জায়েদের প্রত্যাশার সীমানায়ও ছিল না। ম্যাচ শেষে জানালেন, সন্তুষ্ট থাকতেন একটি-দুটি উইকেটেই। শোনালেন এখানেই না থামার প্রত্যয়।
“অবশ্যই ভালো লাগছে। শুরুতে চাইছিলাম একটা উইকেট যেন অন্তত পাই। দুটি হলে তো আরও ভালো। আত্মবিশ্বাস বেড়েছে, তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”
দেশের হয়ে প্রথমবার ৫ উইকেট, সব ক্রিকেটারের জন্যই বিশেষ কিছু। আবু জায়েদ তার বিশেষ অর্জন উৎসর্গ করেছেন বিশেষ একজনকে।
“আমার আম্মু অনেক টেনশন করেন আমাকে নিয়ে। পরিবারের ছোট ছেলে, সবসময় ভাবেন। আমার প্রথম ৫ উইকেট আম্মুকে উৎসর্গ করছি।”