আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ দলে রয়েছে চারটি পরিবর্তন। রুবেল, মোসাদ্দেক, সাইফুদ্দিন ও লিটনকে একাদশে রাখা হয়েছে।
টুর্নামেন্টে দুই দলের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। পরিত্যক্ত হওয়া সে ম্যাচ থেকে পাওয়া দুই পয়েন্টই আপাতত স্বাগতিকদের সম্বল। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে আইরিশরা।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও ক্যারিবীয়দেরকে দুই ম্যাচেই হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, আবু জায়েদ।
আয়ারল্যান্ডের একাদশ
জেমস ম্যাককুলাম, পল র্স্টালিং, অ্যান্ডু বালবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও'ব্রেইন, মার্ক এডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যাংকিন, বেরি ম্যাককার্টি, জস লিটিল।