বিশ্বকাপে ফিক্সিং রোধে ভিন্ন উদ্যোগ নিচ্ছে আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৪ মে ২০১৯
বিশ্বকাপে ফিক্সিং রোধে ভিন্ন উদ্যোগ নিচ্ছে আইসিসি

দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপকে দুর্নীতি মুক্ত রাখতে ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে প্রথমবারের মতো আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া দশ দলের প্রত্যেকটির সাথে একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা নিয়োগ করা হবে। একটি পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, অনুশীলন ম্যাচ থেকে টুর্নামেন্ট শেষ পর্যন্ত অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আইসিসি একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা নিয়োগ করবে।

রিপোর্টে আরও বলা হয়, ‘আইসিসির দুর্নীতি বিরোধী কমিটি আগে প্রতিটি ভেন্যুতে একজন করে কর্মকর্তা নিয়োগ করতো। অর্থাৎ একটি টুর্নামেন্টে দলগুলোকে একাধিক কর্মকর্তার সঙ্গে কার্যক্রম চালাতে হতো।’

বিবৃতিতে বলা হয়, ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিমুক্ত টুর্নামেন্ট আয়োজনে এবং খেলোয়াড় ও আকসুর মধ্যে সুসম্পর্ক তৈরি আইসিসি দুর্নীতি বিরোধী কমিটির পদক্ষেপ হিসেবে ‘এখন একটি দলের সঙ্গে একজন কর্মকর্তা নিয়োগ করা হবে। যিনি অনুশীলন ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট শেষ পর্যন্ত থাকবেন। অর্থাৎ খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকবেন এবং অনুশীলন ও ম্যাচের সময় এক সাথে ভ্রমণ করবেন।’

রিপোর্টে বলা হয়, ‘পুরো টুর্নামেন্টে দলের সঙ্গে থাকা মানে দুর্নীতি বিরোধী কর্মকর্তারা এমন জায়গায় থাকবেন যেখানে থেকে যেকোন প্রকার দুর্নীতি সম্পর্কে আঁচ করা যায়। তারা খেলোয়াড় এবং ব্যাক রুম স্টাফদের কাছাকাছি থাকবেন এবং যে কোন সন্দেহজনক আচরণ বুঝতে পারে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের থিম সংয়ে যা থাকছে

বিশ্বকাপের থিম সংয়ে যা থাকছে

বিশ্বকাপে ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন যারা

বিশ্বকাপে ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন যারা

বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাস ও রেকর্ড

বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাস ও রেকর্ড

বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান

বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান