ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের মূল লক্ষ্যই বিশ্বাকাপের আগে নিচেদের একটু ঝালিয়ে নেওয়া। সেটা যে মোটামুটি ভালো ভাবেই করতে পারছে টাইগাররা সেটা খালি চোখেই বুঝা যাচ্ছে। তবে বিসিবি স্বভাবতই চাইবে গত ম্যাচ গুলোতে ডাগআউটে বসে থাকা ক্রিকেটারদের পরখ করে দেখার।
ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ফাইনালের আগে আয়ারল্যান্ডের সাথে নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে। সেই ম্যাচে একাধিক পরিবর্তনের চিন্তা করছে বিসিবি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মতে, আয়ারল্যান্ডের বিপক্ষে আসতে পারে তিন পরির্তন। সুযোগ পেতে পারেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। তবে তারা কাদের পরিবর্তে খেলবেন সেটা এখনও ঠিক করা হয়নি বলেও তিনি জানান।
মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যকে বলেন, আমরা ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা, ফুরফুরে ও আত্মবিশ্বাসী রাখার প্রাণপন চেষ্টা করছি। ফাইনালেও যাতে দল সামর্থ্যের সেরাটা উপহার দিতে পারে, সে চেষ্টাই করা হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনটি পরিবর্তন আসতে পারে।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩.৪৫ মিনিটে সেই ডাবলিনেই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই মাঠে একই সময়ে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।