টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৩ মে ২০১৯
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত ভাবে হারায়। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির বাঁধার মাঠে নামতে পারেনি টাইগাররা।

৩ ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

আর ৩ ম্যাচে একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রয়েছে একটি পরিবর্তন| ইনজুরিরর কারণে ম্যাচ থেকে ছিটকে গেছে সাইফুদ্দিন। তার বদলে দলে জায়গা হয়েছে আবু জাহেদ রাহির। এটি রাহির অভিষেক ম্যাচ।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান,আবু জাহেদ রাহি , মাশরাফি মর্তুজা, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল
শেন ডউরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল আমব্রিস, আসলি নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।



শেয়ার করুন :


আরও পড়ুন

লাইভ

লাইভ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

দলের প্রয়োজনে একাদশের বাহিরেও থাকতে রাজি মিরাজ

দলের প্রয়োজনে একাদশের বাহিরেও থাকতে রাজি মিরাজ

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

ডিসেম্বরে শুরু হবে বিপিএল, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান