ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজের ফাইনাল নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক আয়ারল্যান্ডকে নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে উইন্ডিজরা।
শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের করা ৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সুনীল অ্যামব্রিসের ১৪৮ রানের সুবাদে ৩২৭ রানের লক্ষ্য সহজেই পার করে ওয়েস্ট ইন্ডিজ।
সুনীল অ্যামব্রিস ছাড়াও রস্টন চেজের ৪৬ ও জনাথন কার্টারে ২৭ বলে অপরাজিত ৪৩ রানে আয়ারল্যান্ডের ৩২৭ রানের লক্ষ্যকে সহজ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক আয়ারল্যান্ড। ব্যাট হাতে এন্ডি ব্যালবির্নির সেঞ্চুরি ও পল স্টার্লিং-কেভিন ও’ব্রায়েনের জোড়া সেঞ্চুরিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের সংগ্রহ করে স্বাগতিক আয়ারল্যান্ড। ব্যালবির্নি ১৩৫, স্ট্রার্লিং ৭৭, ও’ব্রায়েন ৪০ বলে ৬৩ রান করেন।
দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। ৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলের শিকার হন ওপেনার জেমস ম্যাককোলাম। এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার পল স্টার্লিং ও তিন নম্বরে নামা ব্যালবির্নি।
নিজেদের চেষ্টার সাফল্য পেয়েছেন তারা। ১৪৬ রানের জুটি গড়েন স্ট্রার্লিং-ব্যালবির্নি। ৮টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৭৭ রান করে গাব্রিয়েলের বলে থামেন স্টার্লিং।
স্টার্লিংয়ের বিদায়ে উইকেটে গিয়ে ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। স্টার্লিং-কে আউট করা শানন গ্যাব্রিয়েল শিকার করেন পোর্টারফিল্ডকেও। এর মাঝে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন ব্যালবির্নি।
তিন অংকে পা দিয়েও নিজের ইনিংসটি বড় করেছেন ব্যালবির্নি। তার সাথে ঐ সময় ক্রিজে ছিলেন কেভিন ও’ব্রায়েন। ব্যালবির্নি-ও’ব্রায়েন জুটির আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে ৬৭ বলে ৮৪ রান পায় দল।
শেষ পর্যন্ত ১৩৫ রানে বিদায় নেন বলব্রিনি। ১২৪ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা হাকিয়ে কার্টারের শিকার হন তিনি।
মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ও’ব্রায়েনও। ৩টি করে চার-ছক্কায় ৪০ বলে ৬৩ রান করেন ও’ব্রায়েন। শেষদিকে মার্ক আদাইয়ের ১৩ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের। ক্যারিবীয় পেসার গ্যাব্রিয়েল ৪৭ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস।