মাশরাফি ওকে, শঙ্কায় রুবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ১১ জানুয়ারি ২০১৮
মাশরাফি ওকে, শঙ্কায় রুবেল

১৫ জানুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। তবে অনুশীনের টাইগারদের ইনজুরির মহড়ায় যুক্ত হয়েছে ওয়ানড়ে অধিনায়ক মাশরাফিসহ বেশ কয়েকজন। তাদের মধ্যে মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেলেও শঙ্কা রয়ে গেছে পেসার রুবেলকে নিয়ে।

গত মঙ্গলবার অনুশীলনে সাব্বিরের ব্যাটে ছুঁয়ে আসা বল কেট ধরতে গিয়ে ড়ান হাতে আঘাত পেয়েছিলেন মাশরাফি। একইদিন বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন আরেক পেসার রুবেল হোসেন। ত্রিদেশীয় সিরিজের আগে বুধবার মাশরাফীকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেলেও রুবেলকে নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

আজ বুধবার আঙ্গুলের এক্স-রে করিয়েছেন রুবেল। রিপোর্ট অনুযায়ী বুড়ো আঙ্গুলের একটি অংশের হার থেঁতলে গেছে! চিড় ধরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিপোর্ট পর্যালোচনা করে বিস্তারিত অবস্থা জানা যাবে।

তিনি আরও বলেন, ডানহাতি পেসার হওয়ায় বোলিংয়ে জন্য রুবেলের কোন সমস্যা নেই। তবে ব্যাট ধরতে সমস্যা হতে পারে।

মাশরাফি-রুবেল ছাড়াও বলের আঘাতে আঙুলে সূক্ষ্ম চিড় ধরেছিল ইমরুল কায়েসের। বুধবার ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। অনুশীলন ম্যাচে ব্যাটিংয়ে না নামলেও নেটে ব্যাটিংয়ের পর ঘাসের উপর হালকা অনুশীলন করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তবে ব্যথা পুরোপুরি কমেনি। বিসিবি চিকিৎসক জানিয়েছেন ধীরে ধীরে ব্যথা কমে আসবে ইমরুলের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মমিনুলের ক্যারিয়ারের সেরা ২৫৮

মমিনুলের ক্যারিয়ারের সেরা ২৫৮

প্রথম টেস্ট জয়ের ১৩ বছরে বাংলাদেশ

প্রথম টেস্ট জয়ের ১৩ বছরে বাংলাদেশ

জিম্বাবুয়ে বাংলাদেশে আসা পেছালো

জিম্বাবুয়ে বাংলাদেশে আসা পেছালো

হাথুরুর ইচ্ছা, আবারও অধিনায়ক ম্যাথিউজ

হাথুরুর ইচ্ছা, আবারও অধিনায়ক ম্যাথিউজ

সহজ ডটকমকে ত্রিদেশীয় সিরিজের টিকিট

সহজ ডটকমকে ত্রিদেশীয় সিরিজের টিকিট

ক্রিকেটে জুয়া ঠেকাতে মাঠেই মোবাইল কোর্ট

ক্রিকেটে জুয়া ঠেকাতে মাঠেই মোবাইল কোর্ট

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি