বিশ্বকাপ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৭ মে ২০১৯
বিশ্বকাপ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

কড়া নাড়ছে বিশ্বকাপ। নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ আয়ার‌ল্যান্ডে খেলছে ত্রিদেশীয় সিরিজ। সিজিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই বিশ্বকাপ দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপ কে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এছাড়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাড়তি ৪ জনকে যোগ করা হয় দলে। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাড়তি চার জনেরই কেউই সুযোগ পাননি। তবে বিশ্বকাপ দলে থাকা লিটন ও রুবেলেরও জায়গা হয়নি প্রথম ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল এ ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। একাদশে লিটন দাসে জায়গা না হওয়ায় তার বদলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।

স্পিন আক্রমণে আছেন সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ। পেস বোলিং আক্রমণে মাশরাফি, সাইফউদ্দিন এবং মুস্তাফিজকে রাখা হয়েছে।

bd

এদিকে টাইগারদের বিপক্ষে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। তার পিঠের ব্যথায় প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

লাইভ

লাইভ

ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি