ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ এএম, ০৭ মে ২০১৯
ঠান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ক্যারিবিয়ানরা। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে টাইগাররা।

ইংল্যান্ডে বসতে যাওয়া বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হতে পারে এ তিনজাতি সিরিজ। তাই এর প্রতি বিশেষ নজর রাখছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছেন তারা।

তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন সফরকারীরা।জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন তারা। প্রতিকূল কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন সাকিব-তামিমরা।

ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ। দুই দলের লড়াই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি। এ ম্যাচে কেমন হতে পারে লাল-সবুজ জার্সিধারীদের একাদশ? স্বাভাবিকভাবেই প্রশ্নটি উঁকি দিচ্ছে কৌতুহলী ক্রিকেটপ্রেমীদের মনে। তাদের সেই চাহিদা নিবৃত্তের চেষ্টা করা হলো।

উইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। এ দৌড়ে আছেন সৌম্য সরকারও। তিনে ব্যাট করার সম্ভবনা রয়েছে সাকিব আল হাসানের।

এছাড়া মিডলঅর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদে পাশাপাশি দেখা যেতে পারে নিউজিল্যান্ড সফরে দারুণ করা মোহাম্মদ মিঠুনকে। ফিনিশারের দায়িত্বে থাকতে পারেন সাব্বির রহমান অথবা সৌম্য সরকারকে।

পেস অলরাউন্ডার হিসেবে ফরহাদ রেজার চেয়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পেস অ্যাটাকে মাশরাফি মুর্তজার পাশাপাশি দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনকে। আবার তাসকিন আহমেদকেও রাখা হতে পারে। পরখ করে দেখা হতে পারে তাকে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

এডজাস্টের সুযোগ নেই, মানসিকভাবে শক্ত হতে হবে : মাশরাফি

টাইগাদের বড় প্রতিপক্ষ হাড় কাঁপানো শীত

টাইগাদের বড় প্রতিপক্ষ হাড় কাঁপানো শীত

প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ

ওপেনিংয়ে ইতিহাস গড়লেন ক্যাম্পবেল-হোপ

ওপেনিংয়ে ইতিহাস গড়লেন ক্যাম্পবেল-হোপ