ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শাই হোপ ও জন ক্যাম্পবেলের অবিশ্বাস্য ইনিংস খেলেন। তাদের এই দারুণ ব্যাটিংয়ের জবাব দিতে ব্যর্থ আইরিশরা। রবিবার স্বাগতিকদের ১৯৬ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে ইতিহাসে হোপ ও ক্যাম্পবেল রেকর্ড ৩৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। তাতে ৩ উইকেটে ৩৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্যে নেমে পেরে ওঠেনি আয়ারল্যান্ড। তারা ৩৪.৪ ওভারে গুটিয়ে যায় ১৮৫ রানে।
কেমার রোচের তোপে মাত্র ২১ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম দুই ওভারে দুটি উইকেট নেন উইন্ডিজ পেসার। এরপর কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনের ১৩১ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল।
কেভিন ৭৭ বলে ৬৮ রানে বিদায় নিতেই ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ। তাকে জেসন হোল্ডারের ক্যাচ বানান অ্যাশলে নার্স। পরের ওভারে ৩০ রানে আউট হন উইলসন।
নার্সের স্পিন বিষে গুটিয়ে যায় আয়ারল্যান্ড১৪ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা। নার্স তার অষ্টম ওভারে জোড়া আঘাতে গুটিয়ে দেন আইরিশদের। এই অফ স্পিনার ৪ উইকেট নিয়েছেন ৫১ রান দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনি করেছেন সেরা বোলিং। শ্যানন গ্যাব্রিয়েল পেয়েছেন ৩ উইকেট, দুটি নেন রোচ।
রেকর্ড জুটি গড়ার পথে ক্যাম্পবেল ১৭৯ রানের সেরা ইনিংস খেলেন। ১৭০ রান করেন হোপ। বিশাল এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের, আগামী মঙ্গলবার।