ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট তিন উইকেট হারিয়ে ৩৮১ রান তোলে।
ডাবলিনের ক্যাসল এভিনিউতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়েআয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। শুরু থেকেই আয়ারল্যান্ডের বোলারদের শাসন করতে থাকেন জন ক্যাম্পবেল ও শাই হোপ।
দুই ওপেনার জন ক্যাম্পবেল আর শাই হোপ মিলে রান উঠাতে থাকেন দ্রুত গতিতে। শেষ পর্যন্ত এই দুই ওপেনার করে বসেন জোড়া শতক।
প্রথমে হোপ ১১৮ বলে তুলে নেন নিজের শতকটি। এরপর ক্যাম্পবেল ৯৯ বলে ছুঁয়ে ফেলেন শত রানের মাইলফলক। একদিনের ম্যাচে এটিই ক্যাম্পবেলের প্রথম আন্তর্জাতিক শতক। আর শাই হোপের পঞ্চম।
শুরুতে দেখে খেলেন দুই ওপেনার। তবে শেষের দিকে আগ্রাসী হয়ে পড়েন। ফলে ৪৮.২ তম ওভারে ব্যারি ম্যাকার্থির বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন ক্যাম্পবেল। তিনি ১৩৭ বলে ১৭৯ রান তুলেন।
একই ওভারের দুই বল পরেই আরেক ওপেনার শাই হোপ ক্যাচ দিয়ে আউট হন। হোপ ১৫২ বলে ১৭০ রান করেন।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে ৩৮১ রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেয়। আয়ারল্যান্ডে হয়ে ব্যারি ম্যাকার্থি দুটি এবং মার্কা এডায়ার একটি উইকেট নেন।