আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ড এই সব দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সব সময়ই যুদ্ধ করতে হয় এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশ গুলোর। হাড়ে লাগা ঠাণ্ডা বাতাসে যে এক দুই দিনেই মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ তারই প্রমাণ মিলছে আয়ারল্যান্ড ‘এ’ বিপক্ষে এক মাত্র প্রস্তুতি ম্যাচে।
আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টসে হেরে বোলিং করছে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে নিজেদের হোম কন্ডিশনকে কাজে লাগেচ্ছে আয়ারল্যান্ড ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের নাম আয়ারল্যান্ড উলভস।
রোবার হিলটস ক্রিকেট ক্লাবে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড উলভস। দুই ওপেনার জ্যাক টেক্টর ও জেমস ম্যাককালাম যদিও শুরুটা ভালো করেন নি। ৩৩ রানের জুটি করে জ্যাক টেক্টর সাজঘরে ফিরেন রুবেল হোসেনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। জ্যাক টেক্টর করে ১৫ রান।
এরপর একপাশ আগলে রেখে এগিয়ে যান জেমস ম্যাককালাম। তবে দলীয় রান যখন ৭৯, তখন আঘান হানেন সাকিব। আউট করেন জেমস শ্যাননকে। শ্যানন ১৮ রান করে আউট হয়।
এরপর জুটি সিমি সিংকে সাথে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন জেমস ম্যাককালাম। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৩৭ ওভারে আয়ারল্যান্ড ‘এ’ ১৯৭ রান তুলেছে।
জেমস ম্যাককালাম ১০৬ বলে ৯৮ এবং সিমি সিং ৬৭ বলে ৫৮ রান করে বাংলাদেশের বোলারদের শাসন করছেন।