বিশ্বকাপ এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে যাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দল চলে যাওয়ার পর পৃথক ফ্লাইটে স্বপরিবারে আয়ারল্যান্ড গেছেন সাকিব।
বুধবার (১ মে) সন্ধ্যায় দেশ ছেড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তিনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। বিশ্ব আসরে নিজের সেরাটাই দেয়ার লক্ষ্য তার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘আমার কাছে যতটুকু করা সম্ভব ছিল এ বিশ্বকাপ খেলার জন্য, আমি সব কিছুই করেছি। এখন বাকিটা তো আল্লাহ’র ওপরে। চেষ্টা থাকবে যেন আমার সর্বোচ্চ দিতে পারি।’
সমর্থকরা আগের মতো এবারও পাশে থাকবেন বলে বিশ্বাস সাকিবের। বলেন, ‘সবাই তো সবসময় সমর্থন করে, দোয়া করে। ওটাই করতে থাকবে আমি নিশ্চিত। বাংলাদেশের অনেকে যাচ্ছে বিশ্বকাপ দেখতে। অনেকের সাথে দেখা হবে। তারা যেমন সবসময় আমাদেরকে সাপোর্ট করে আসছে, ওভাবেই যেন সাপোর্ট করে।’