আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখেন স্বাগতিক দেশ আয়ারল্যান্ডের দল ঘোষণা করেছে। সোমবার উইলিয়াম পোটারফিল্ডকে অধিনায়ক করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
আগামী নটার্ফ ক্রিকেট ক্লাব মাটে ৫ মে আয়ারল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৭ মে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশে।
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে গত ১৬ এপ্রিল মাশরাফিকে অধিনায়ক করে ১৭ সদরস্যর দল ঘোষণা করে বাংলাদেশ। অবশ্য পরে দলে যুক্ত করা হয় তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে।
এরপর গত ২৫ এপ্রিল জেসন হোল্ডারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। আগামী পহেলা ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। পরে টাইগাররা ১৮ মে ইংল্যান্ড যাবে বিশ্বকাপের জন্য।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
ওয়েস্ট ইন্ডিজের দল
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পেবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শেন ডাউরিচ, জনাথন কার্টার।
আয়ারল্যান্ড দল
উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরক্যান টাকার, গ্যারি উইলসন।
ত্রিদেশীয় সিরিজের সূচি
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।