জল্পনা-কল্পনা শেষে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হলেন বিশ্বকাপ স্কোয়াডে না টাইগার পেসার তাসকিন আহমেদ ও প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটি শিকারী পেসার ফরহাদ রেজা।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন।
তাসকিন-ফরহাদ রেজাকে ছাড়া আরও তিনজনকে প্রস্তুত রাখা হয়েছে। তারা হলেন- সৈয়দ খালেদ, ইবাদত ও তাইজুল। জানা গেছে, ত্রিদেশীয় সিরিজের কেউ ইনজুরিতে আক্রান্ত হলে প্রস্তত রাখা তিনজন থেকে দলে ফেরানো হবে।
এদিকে মিরপুরে আজ (রোববার) নতুন করে স্কোয়াডে ফেরানো পাঁচজনই অনুশীলন করছেন।
এ বিষয়ে আকরাম খান বলেন, যেহেতু বাংলাদেশ দলে ইনজুরির সমস্যা আছে। বিশেষ করে ফাস্ট বোলারদের। রুবেল কিছু দিন আগে ইনজুরি থেকে উঠেছে। এছাড়া মোস্তাফিজ কাল থেকে বোল করবে। রাহি আজ থেকে বোল করেছে। ইনজুরি নিয়ে আমরা চিন্তিত। এছাড়া লম্বা সফর যেহেতু, তাই আমাদের ব্যাগ আপ খেলোয়াড় রাখতেই হবে। তাই এসব কথা বলেই কিছু বাইরের খেলোয়াড় প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে। যখন বাংলাদেশ দল সফরে চলে যাবে, তখন কিছু খেলোয়াড় এখানেই প্রস্তুতি নিবে।