বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯
বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ফাইল ছবি

ইংল্যান্ড এন্ড ওয়েলসে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদশকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। জেসন হোল্ডারের নেতৃত্বে ১৪ সদস্যের দলে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি এমন ছয় খেলোয়াড়কে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আট জনকে রাখা হয়েছে ত্রিদেশীয় সিরিজে।

প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক শেন ডাউরিচ ও অলরাউন্ডার রেমন্ড রেইফার। ইতোমধ্যে দু’জনেরই টেস্ট অভিষেক ঘটেছে। ডাউরিচ ৩০ টেস্টে ৩টি সেঞ্চুরিতে ১৪০২ রান এবং রেইফার এক টেস্টে ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেছেন। ডওরিচ ও রেইফারের মত বিশ্বকাপ দলে নেই অথচ ত্রিদেশীয় সিরিজে আছেন জন ক্যাম্পেবেল, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ ও জনাথন কার্টার।

বিশ্বকাপের কথা মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, আন্দ্রে রাসেল, এভিন লুইস, ওশানে টমাস ও নিকোলাস পুরানকে।

তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন- ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালেন ও অ্যাশলে নার্স।
বিশ্বকাপের আগে স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ৭ মে।

ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় দল
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পেবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শেন ডাউরিচ, জনাথন কার্টার।,



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং

বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা

বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা

প্রয়োজনে ইমরুলকে ডাকা হবে : কোচ

প্রয়োজনে ইমরুলকে ডাকা হবে : কোচ

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন