বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ এপ্রিল ২০১৯
বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

ফাইল ছবি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার। আসন্ন এ মেগা ইভেন্টের জন্য পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত বলেও জানান তারা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে আর্থার বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত এবং আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা প্রথমে সেমিফাইনালে খেলার লক্ষ্য স্থির করেছি। ফল নিজেদের পক্ষে আনতে আমরা সব সক্ষমতা ব্যহার করব।’

তুলনামূলক নতুন মুখ ওপেনার আবিদ আলী এবং পেসার মোহাম্মদ হাসনাইনকে দলভুক্ত করার বিষয়েও কথা বলেন এ দক্ষিণ আফ্রিকান। বলেন, ‘আবিদ সঠিক এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে এবং হাসনাইন মাত্র তিন সপ্তাহের মধ্যে দলে সুযোগ পেয়েছে এবং আগে তারা এমন মানের ছিল না। অনুশীলনে তাদের মান দিনকে দিন ভালো হচ্ছে।’

উইকেট শিকার এবং বোলিংয়ে আগ্রাসী মানসিকতার সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়েও কথা বলেন আর্থার। বলেন, ‘আমাদের কৌশল হবে আক্রমণাত্মক।’

অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং বাবর আজমের মত খেলোয়াড় দলে থাকাটা তাৎপর্যপূর্ণ মনে করছেন পাকিস্তান কোচ।
তিনি বলেন, ‘একজন অফ স্পিনার হিসেবেও আমরা বিশ্বকাপে হাফিজকে খেলাতে পারব। বাবর দলের সেরা ব্যাটসম্যান হওয়ায় তার ওপর আমাদের প্রত্যাশাটাও বেশি। দলের ওপর আমাদের আত্মবিশ্বাস আছে, যারা ভালো খেলবে।’

অপরদিকে মানসম্মত ক্রিকেট খেলে টুর্নামেন্টে ভালো করতে মুখিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সকল প্রকার প্রস্তুতি নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি এবং ভালো করার বিষয়ে আমরা আশাবাদী। আল্লাহ চান তো বিশ্বকাপে পাকিস্তান মানসম্মত ক্রিকেট খেলবে। টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে আমাদের পুরো দল প্রস্তুত।’

এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের গুরুত্ব নিয়েও কথা বলেন অধিনায়ক। বলেন, ‘ভারতের বিপক্ষে একটা ম্যাচ হলে আমরা যতটা গুরুত্ব দিয়ে খেলি ঠিক সমান গুরুত্ব দিয়েই আমরা ৯ ম্যাচের সব ক’টি খেলব। সম্প্রতি বড় টুর্নামেন্টে আমরা ভারতকে হারিয়েছে এবং এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সবার আগে ইংল্যান্ডে পাড়ি জমালো পাকিস্তান

সবার আগে ইংল্যান্ডে পাড়ি জমালো পাকিস্তান

বিশ্বকাপে হ্যাটট্টিক করেছেন কোন কোন বোলার

বিশ্বকাপে হ্যাটট্টিক করেছেন কোন কোন বোলার

বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যান

বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যান

ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : রমিজ রাজা

ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : রমিজ রাজা