আইসিসির ওয়ানডে মর্যাদা পেয়েছে মুসলিম দেশ ওমান ও ডোনাল ট্রাম্পের যুক্তরাষ্ট্র। বুধরার আইসিসি এই দুদেশ কে ওয়ানডের মর্যাদা দেয়।
নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত বিশ্বকাপ লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচে হংকংকে ৮৪ রানে হারিয়েছে আইসিসি’র সহযোগী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ওপেনার জাভিয়ের মার্শালের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছিল ইউএসএ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে হংকং।
মার্কিন ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ নেত্রাভালকার একজন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। তিনি এমনকি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিয়ে নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করেন এই বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার।
২০১৮ সালে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে সেখানকার জাতীয় দলে ডাক পান। ধীরে ধীরে বিভিন্ন ধাপ পাড়ি দিয়ে একসময় দলের অধিনায়ক নির্বাচিত হয়ে আইসিসি’র সহযোগী দেশগুলোর মধ্যে ইউএসএ’কে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে আসেন। আর এখন তার নেতৃত্বেই ওয়ানডে মর্যাদা পেল উত্তর আমেরিকার দেশটি।
অপরদিকে, নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিদের দ্বিতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বুধবার স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট পরাজিত করে ওমান।
এই জয়ে ৬ দলের মধ্য থেকে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্ট্যাটাস পেল ওমান।
আইসিসির পূর্ণ সদস্য তথা টেস্ট খেলুড়ে দল ১২টি। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
এই ১২টি দলের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছে ৮৮টি দল। আর এই ৮৮টি দলের মধ্য থেকে চারটি দল (স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও নেদারল্যান্ডস) ওয়ানডে খেলার মর্যাদা আগেই পেয়েছে। তাদের সঙ্গে নতুন সহযোগী দল হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পেল ওমান ও যুক্তরাষ্ট্র।