সহজ ডটকমকে ত্রিদেশীয় সিরিজের টিকিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৯ জানুয়ারি ২০১৮
সহজ ডটকমকে ত্রিদেশীয় সিরিজের টিকিট

দীর্ঘ আট বছর পর ১৫ জানুয়ারি বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ উপলক্ষে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অনুষ্ঠিতব্য সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করলো বিসিবি।

অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হয়েছে ১০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

স্টেডিয়ামের পূর্ব স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা এবং বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জের মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা। এছাড়াও এক হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ডের টিকিট ৩০০ ও উত্তর-দক্ষিণ স্ট্যান্ডের টিকিট নির্ধারণ হয়েছে ১৫০ টাকায়।

এবার বাংলাদেশ দলের কিট স্পন্সর হয়েছে ব্র্যাক ব্যাংক। ত্রিদেশীয় সিরিজের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে সহজ ডটকম। ফলে অনলাইনে সহজ ডটকম থেকে ক্রয় করা এ সিরিজের টিকিট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে জুয়া ঠেকাতে মাঠেই মোবাইল কোর্ট

ক্রিকেটে জুয়া ঠেকাতে মাঠেই মোবাইল কোর্ট

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

ত্রিদেশীয় সিরিজে স্পন্সর রকেট

ত্রিদেশীয় সিরিজে স্পন্সর রকেট