শেখ জামালের কাছে মোহামেডানের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
শেখ জামালের কাছে মোহামেডানের হার

লেগ স্পিনার তানবীর হায়দারের ৪ উইকেট ও অধিনায়ক নুরুল হাসানের অনবদ্য ৮৩ রানের সুবাদে সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ৭ উইকেটে হারায় মোহামেডান স্পোটিং ক্লাবকে। এখন পর্যন্ত সুপার লিগের তিন ম্যাচই হারলো মোহামেডান। ফলে ১৪ খেলায় ৬ জয় ও ৮ হারে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগের ষষ্ঠ ও শেষ স্থানে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৯ জয় ৫ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো শেখ জামাল।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে শেখ জামাল। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি মোহামেডান। ৪৪ দশমিক ৪ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন তুষার ইমরান। এছাড়া লিটন দাস ২৬, মোহাম্মদ আশরাফুল ২১ ও রাহাতুল ফেরদৌস ১৬ রান করেন।

অষ্টম বোলার হিসেবে আক্রমনে এসে তুষারসহ মোহামেডানের শেষের দিকের ব্যাটসম্যানদের নিজের শিকার বানিয়েছেন তানবীর। মাত্র ৪ দশমিক ৪ ওভার হাত ঘুড়িয়ে ১৬ রানে ৪ উইকেট নেন তানবীর। পেসার খালেদ আহমেদ নেন ২ উইকেট।

১৬০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বেকাদায় পড়ে যায় ১৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ইলিয়াস সানি ৮ ও তাইজুল ইসলাম ১ রান করে আউট হন। এরপর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করে সফল হয়েছেন ওপেনার ইমতিয়াজ হোসেন ও অধিনায়ক নুরুল। তৃতীয় উইকেটে ১২০ রানের মূল্যবান জুটি গড়েন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।

হাফ-সেঞ্চুরির পর ইমতিয়াজ থামলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নুরুল। ইমতিয়াজ ৭টি চার ও ১টি ছক্কায় ৮৮ বলে ৫৪ রান করেন। অধিনায়ক নুরুল ৯টি চার ও ১টি ছক্কায় ৮৫ বলে অপরাজিত ৮৩ রান করেন। তার সাথে ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন শ্রীলংকার দিলশান মুনাবেরা। ম্যাচ সেরা হয়েছেন শেখ জামালের নুরুল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বুমরাহ-চাহারে মুম্বাইয়ের দুর্দান্ত হয়

বুমরাহ-চাহারে মুম্বাইয়ের দুর্দান্ত হয়

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন স্টিভ রোডস

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন স্টিভ রোডস