রেকর্ড গড়লেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯
রেকর্ড গড়লেন মাশরাফি

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়লেন মাশরাফি। আবাহনী লিমিটেডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে স্পর্শ করেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক।

বিকেএসপিতে বুধবার মাশরাফি এ রেকর্ড গড়েন। এর আগে গত ২৭ মার্চ এই মাইলফলক ছুঁয়েছিলেন আব্দুর রাজ্জাক। ২৬৯ ম্যাচে ৪০০ হয়েছিল এই বাঁহাতি স্পিনারের। মাশরাফির লাগল ২৮৭ ম্যাচ।

৩৮৯ উইকেট নিয়ে এবার লিগ শুরু করেছিলেন মাশরাফি। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর বিশ্রাম শেষে লিগে নিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। পরের তিন ম্যাচে উইকেট ছিল না। পরের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নেন ৬ উইকেট।

এরপর এক ম্যাচে উইকেট ছিল না। পরের ম্যাচে ২ উইকেট নেওয়ার পর উইকেট সংখ্যা দাঁড়ায় ৩৯৯। সেখানেই থমকে ছিলেন ৩ ম্যাচ। অপেক্ষা শেষে এবার এগোতে পারলেন পরের ধাপ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্বরেকর্ড ওয়াসিম আকরামের। পাকিস্তানী কিংবদন্তি নিয়েছেন ৮৮১ উইকেট। ৬৮৪ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফিই। ২৫৮ উইকেট নিয়ে তিনি সাকিব আল হাসানের চেয়ে এগিয়ে আছেন ১১ উইকেট।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

ওয়ানডে না খেলেও বিশ্বকাপে রাহি

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি

প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ তরুণ টাইগার তুর্কি