সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো স্বাগতিক জিম্বাবুয়ে।সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
বুধবার (১০ এপ্রিল) হারারেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে জিম্বাবুয়ে। বল হাতে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেননি জিম্বাবুয়ের বোলাররা। ৪৪ দশমিক ৫ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মাদ বুটা। এছাড়া সাইমন আনোয়ার ১১, রোহান মুস্তাফা-ইমরান হায়দার ১০ রান করেন। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ৩টি, কাইল জার্ভিস-ডোনাল্ড ত্রিরিপানো ব্রেন্ডন মাভুতা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩ দশমিক ১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ৫১ রানের ইনিংস খেলে জিম্বাবুয়েকে সহজ জয়ের স্বাদ দেন ক্রেইগ আরভিন।
দুই ওপেনার রেগিস চাকাভা ৩৮ ও সলেমান মির ১১ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের চাতারা।
এ জয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। আগামী ১২ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত।