ইনজুরির কারণে নিজ মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন চার ম্যাচ ওয়ানডে সিরিজে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা এবং ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের সেবা পাচ্ছেনা জিম্বাবুয়ে। ১০ এপ্রিল শুরু হচ্ছে এ সিরিজ। মাসাকাদজার অনুপস্থিতিতে স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন পিটার মুর।
গত ফেব্রুয়ারিতে ঘরোয়া একটি ম্যাচে ইনজুরিতে পড়েন মাসাকাদজা। পাকিস্তান সুপার লীগে খেলার সময় ইনজুরিতে পড়েন টেইলর। ২৭ সদস্যের অনুশীলন ক্যাম্পে দু’জনেরই নাম ছিল। তবে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে ‘অন্তত সিরিজের প্রথম দুই ম্যাচের আগে তারা সুস্থ হচ্ছেন না।’
ইএসপিএনক্রিকইনফোকে টেইলর বলেন, ‘তিনি আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড সফরের আগে সুস্থ হয়ে ওঠার প্রতি নজর দিচ্ছেন।’
২০১৮ সালের নভেম্বরের পর জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন নতুন মুখ বাঁ-হাতি স্পিনার আইনসলে এনডিলোভু এবং অফ স্পিনার টনি মুনিইয়ঙ্গা। দলে জায়গা পেয়েছেন ২০১৬ সালের জুন মাসের পর ওয়ানডে না খেলা রেজিস চাকাভা এবং টিমিসেন মারুমা।
সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ে দল
পিটার মুর(অধিনায়ক), সলোমন মির, ব্রায়ান চারি, রেজিস চাকাভা, সিন উইলিয়ামস টিমসের মারুমা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন মাভুতা, আইনসলে এনডিলোভু, টনি মুনিইয়ঙ্গা, এলটন চিগুম্বুরা।