ত্রিদেশীয় সিরিজে স্পন্সর রকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৮
ত্রিদেশীয় সিরিজে স্পন্সর রকেট

১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট। ত্রিদেশীয় এ সিরিজ দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টুর্নামেন্টে টাইগারদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ২০১৬ সালে দুই বছরের জন্য ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে স্বত্ব কিনে নেয় ডাচ-বাংলা ব্যাংক যা শেষ হয় ২০১৭ সালে। সেই মেয়াদ পার করে নতুন বছরেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর। পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

ত্রিদেশীয় সিরিজে ফিরলেন বিজয়-মিঠুন-রাজু

ত্রিদেশীয় সিরিজে ফিরলেন বিজয়-মিঠুন-রাজু

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

বর্ষসেরা সাকিব, জনপ্রিয়তায় মাশরাফি

খাজার ব্যাটে তৃতীয় দিনে লিডে অস্ট্রেলিয়া

খাজার ব্যাটে তৃতীয় দিনে লিডে অস্ট্রেলিয়া