মোস্তাফিজুর রহমান, যার নামের পাশে বিশেষণ হিসেবে রয়েছে ‘কাটার মাস্টার’। বেশ কয়েকবার ইনজুরি ও অস্ত্রােপচারের পর যদিও এখন কাটার মাস্টার নামের সুবিচার তেমনভাবে হচ্ছে না। সেই ফিজ দীর্ঘ চার বছর পর খেলতে নামছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।
সোমবার (৮ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শাইনপুকুরের জার্সি গায়ে দেখা যাবে তাকে। সেই উপলক্ষে রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মোস্তাফিজুর রহমান।
গত মাসের মাঝামাঝিতে নিউজিল্যান্ড থেকে ফিরে চলে গেছিলেন সাতক্ষীরায় নিজের বাড়িতে। ২২ মার্চ সামিয়া পারভিন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’। গত সপ্তাহেই ঢাকায় ফিরেছেন মোস্তাফিজ। আর এবার বিয়ের পর প্রথমবারের মতো মাঠে খেলতে নামছেন মোস্তাফিজ।
রোববার দুপুরে মিরপুর একাডেমি মাঠে টানা ৬ ওভার বল করেছেন মোস্তাফিজ। অনুশীলন শেষে ফিজ বলেন, ‘ঢাকায় একদিন অনুশীলন করলেও বাড়িতে নিয়মিত অনুশীলন করেছি। আজ (রোববার) একটানা বল করলেও কোনও অস্বস্তি অনুভব করিনি। আশা করি, কাল (সোমবার) খেলতে কোনও সমস্যা হবে না।’
এদিকে বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হবে তা নিয়ে ক্রিকেটাঙ্গনে এখন চলছে আলোচনা। তবে বিশ্বকাপ দলে মোস্তাফিজের থাকা প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগে প্রিমিয়ার লিগ খেলা নিয়ে তিনি বলেন, ‘অত কিছু ভেবে তো খেলতে নামা যায় না। তবে প্রিমিয়ার লিগে ভালো খেলতে পারলে বিশ্বকাপে সেই আত্মবিশ্বাস কাজে লাগবে।’