জহুরুলের দুর্দান্ত ইনিংসে আবাহানী জয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
জহুরুলের দুর্দান্ত ইনিংসে আবাহানী জয়

ছবি: স্পোর্টস মেইল২৪

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে রান মেশিন জহুরুলের দুর্দান্ত ইনিংস আবাহানী জয় পেয়েছে আবাহানী। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে শীর্ষ স্থান নিজেদের দখলেই রাখলো মাশরাফিরা।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহানী টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আবাহানীর বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফরহাদ হোসেনে ৪৭, মার্শাল আয়ূবের ৪০, তৈবুর রহমানের ৪১ রানের সুবাধে ২২৪ রানের ছোট খাট লক্ষ্য দাঁড় করায় প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বর তিন ব্যাটসম্যান ছাড়া বাকীরা এ দিন ব্যাটিংয়ে ব্যার্থ হন।

আবাহানীর হয়ে সৌম্য সরকার ৪ উইকেট নেন। এছাড়া, মাশরাফি দুই এবং সাইফুদ্দিন, মেহেজি এবং সাব্বির একটি করে উইকেট নেন।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহানী। মাত্র ২৩ রানে আবাহানীর নেই তিন উইকেট। তবে ওপেনার জহুরুল ইসলাম এক পাশ আগলে রাখেন।

কম রানে আবাহানী তিন উইকেট হারানের পর মোহাম্মদ মিথুনকে সাথে নিয়ে জহুরুল জুটি গড়েন। দলীয় ৮৬ রানে জুটি ভাঙে জহুরুল- মিথুনের। মিথুন ফিরেন ৪০ রানে।

মিথুন ফিরলে জহুরুলের সাথে ছোট জুটি গড়েন সাব্বির। পরে সাব্বির ফিরেন ২৪ রানে। সাব্বির ফেরার পর পরই মাত্র ২ রানে ফিরেন মোসাদ্দেক।

ফলে চাপে পড়ে আবাহানী। আবাহানীর পক্ষে ম্যাচটি ঝুলে পড়ে। তবে সাইফুদ্দিনকে সাথে নিয়ে বড় জুটি গড়েন দুর্দান্ত ফর্মে থাকা জহুরুল। ফলে দলকে ৪ উইকেটে জয় উপহার দেন জহুরুল ও সাইফুদ্দিন। জহুরুল ৯১ এবং সাইফুদ্দিন ৫৫ রানে অপরাজীত থাকেন।

ম্যাচ সেরা হন জহুরুল ইসলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

দিল্লীর বিপক্ষে খেলবেন কি সাকিব?

দিল্লীর বিপক্ষে খেলবেন কি সাকিব?

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

অবশেষে মানকাড বিতর্কে মুখ খুললেন বাটলার

অবশেষে মানকাড বিতর্কে মুখ খুললেন বাটলার

দুই মাস পর বোলিংয়ে তাসকিন

দুই মাস পর বোলিংয়ে তাসকিন